ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী বাজারে গভীর রাতে টিনের চাল কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, রূপসী বাজার মোবাইল ব্যবসায়ী মজিবুর রহমান ও হার্ডওয়ারী ব্যবসায়ী সোহেল মিয়া প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরদিন বুধবার সকালে গিয়ে দেখে টিন কেটে তাদের দোকান থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এসময় অনেক গুলো মোবাইলসহ বিভিন্ন কোম্পানির সিম চুরি করে নিয়ে যায় দুর্বত্তরা।
এ ঘটনায় মজিবুর রহমান ও সোহেল মিয়া বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাজারে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতা ভোগ করছেন উল্লেখ করে রূপসী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার ফুলপুর ওসির সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন