Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ নভেম্বর, ২০১৮ ১৮:৩২

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আলামিন (১৭) নামে এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার সকালে ছিনতাই করার সময় তাকে মানুষ গণপিটুনি  দেয়। এসময় সে মারা গেলে কয়েকজন লোক লাশ দ্রুত খানপুর হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

এদিকে ছিনতাইকারি আলামিনকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ফুটেজে আলামিনকে কারা মারধর করছে তা স্পষ্ট দেখা গেছে। 

নিহত আলামিন খানপুর ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটয়া ও মাসুদ মিয়ার ছেলে।

সদর মডেল থানার  ওসি কামরুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করার কথা শুনেছি। লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য