ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে নবান্ন উৎসব। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর আয়োজনে শহরের আদর্শপাড়া থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে যেমন খুশি তেমন সাজ, পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম