যশোরে দুটি বাসের সংঘর্ষে শুষা ভান খিসা চাকমা নামে এক তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১৬ জনকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
তীর্থযাত্রী জোতিষ চাকমা জানান, একটি ট্যুরিস্ট বাসে করে তারা ৪৭ জন ভারতে একটি তীর্থস্থানে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর নামক স্থানে তাদের বাসের সাথে আরেকটি বাসের সংঘর্ষ হয়।
এসময় তাদের সাথে থাকা শুষা ভান খিসা চাকমা (৪৮) নিহত হন। শুষা ভান খিসা চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি গ্রামের অসিত খিসা চাকমার ছেলে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রশিদ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুই জনের জখম গুরুতর।
বিডি প্রতিদিন/ফারজানা