মা ও স্ত্রীকে হত্যার দায়ে কিশোরগঞ্জে ছাবেদ উল্লাহ নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে আসামীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার এবিএম আল মাসুদ।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের ছাবেদউল্লাহ সাথে স্ত্রী মনোয়ারা বেগমের মনোমালিন্যের কারণে স্ত্রী পিতার বাড়িতে বসবাস করতেন। ২০০৩ সালের ২৭ জুন ছাবেদ উল্লাহ ঢাকা থেকে বাড়িতে এসে স্ত্রী মনোয়ারা বেগমকে বাড়িতে নিয়ে আসেন। রাত তিনটার দিকে ছাবেদ উল্লাহ ঘুমন্ত স্ত্রী মনোয়ারা খাতুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত এবং পরে গলা কেটে হত্যা করেন। মনোয়ারার চিৎকার শুনে ছাবেদ উল্লাহর মা জহুরা খাতুন এগিয়ে এলে ছাবেদ উল্লাহ তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন এসে রক্তমাখা ছুরিসহ ছাবেদ উল্লাহকে আটক করে।
এ ব্যাপারে ছাবেদ উল্লাহর ছোট ভাই আসাদউল্লাহ বাদী হয়ে ছাবেদ উল্লাহকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৮/মাহবুব