কিশোরগঞ্জে পপি এলনা প্রকল্পের লিড অ্যাক্টরদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার পপি পার্ট মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন র্যাক বাংলাদেশ'র নির্বাহী পরিচালক ইবাদুর রহমান বাদল।
সভায় প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন।
সভায় পূর্ববর্তী সভার কার্যক্রম এবং শ্রীমঙ্গলে ফিল্ড ভিজিটের শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করা হয়। এতে পপি এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রকল্প কর্মকর্তা (হিসাব) হারুন অর রশিদ, এআরডি এর নির্বাহী পরিচালক কামরুল হাসান, ডিএসও এর নির্বাহী পরিচালক সাকি আক্তার, সবার জন্য স্বাস্থ্য এর নির্বাহী পরিচালক মোবারক হোসেন, বিবর্তনের নির্বাহী পরিচালক ওমর ফারুক খসরু, আরডিও এর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিনসহ অন্যান্য লিড অ্যাক্টররা অংশ গ্রহণ করেন।
পপি এলনা প্রকল্প ও অক্সফামের সহায়তায় র্যাক বাংলাদেশ এ সমন্বয় সভার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার