নদীর ধারের বাঁশঝাড় এলাকার বালুর উপর থেকে নবজাতক এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিশুকে ভর্তি করা হয়েছে। শনিবার শিশুটি সুস্থ আছে বলে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মর্তুজা আল মামুন জানিয়েছেন।
নবজাতক ওই শিশুকন্যাকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের খামার কৃষ্ণপুর গ্রামের আমতলী সিএন্ডবি রোডের দক্ষিণ পাশে ভেলামতি নদীর ধারে বাঁশঝাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চিরিরবন্দরের খামার কৃষ্ণপুর গ্রামের আমতলী সিএন্ডবি রোডের দক্ষিণ পাশে নদীর ধারে বাঁশঝাড় এলাকায় বালুর উপর সদ্য প্রসব করা শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় আদিবাসীপাড়ার কয়েকজন তাকে উদ্ধার করে। পরে ওই এলাকার নিঃসন্তান দম্পতি লিপিন মুরমু ও আদরী বাস শিশুটিকে গ্রহণ করে। এক পর্যায়ে এলাকায় জাতধর্মের কথা তুলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই দম্পত্তির বাড়ি থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মর্তুজা আল মামুন জানান, শিশুটি হয়তো দীর্ঘক্ষণ মাটিতে পড়েছিল। তাই শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। শিশুটির যত্নসহকারে চিকিৎসা চলছে।
উপজেলা নিবাহী অফিসার মো. গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত নবজাতকের অভিভাবককে পাওয়া গেলে তাদের হাতে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল