কিশোরগঞ্জে বাসচাপায় হীরা আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বিকালে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি কটিয়াদী উপজেলার বেতাল গ্রামের আবু হানিফের স্ত্রী। জানা যায়, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান হীরা আক্তার। এ সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন