পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়ন সংলগ্ন রজপাড়া গ্রামের ধানক্ষেত থেকে তাদের আটক করে এ গণধোলাই দেয়া হয়।
তারা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের মো. মিন্টু সর্দার (২০), একই কড়কীর চর গ্রামের ইসলাম সিকদার (২৬), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের মো. আরমান শেখ (৩২), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া গ্রামের নিজাম (৩৫) ও মোরলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের ইব্রাহিম (৪০)। তাদেরকে আহত অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক বিপ্লব চন্দ্র মিস্ত্রি জানান, এরা সাকুরা পরিবহনে আমতলী থেকে কলাপাড়ায় আসে। পরে রজপাড়া নামক গ্রামে ধানক্ষেতে তারা আশ্রয় নেয়। স্থানীয় লোকজন তাদের দেখে গ্রামবাসীদের খবর দেয়। এসময় কথাবার্তায় অসংলগ্নতা মনে হলে গ্রামবাসী তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম