দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্যসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল হালিমসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার। সভার শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে মো. আব্দুল হালিমসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯ নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওস্তাদ মো. সাইফুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম সোহাগ, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা উইং কমান্ডার সবুর আলী, কামরুল হাছান চৌধুরী প্রমূখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন