ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার দুপুরে ৬টি বোমা ও ৯টি বাঁশের লাঠি সহ উপজেলা জামায়াত ইসলামের সভাপতি রোকন বদর উদ্দীন মন্ডল (৫৫) কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত জামায়াত নেতা বৈঠাপাড়া গ্রামের মৃত-রমজান মন্ডলের পুত্র।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভাধীন বৈঠাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে জামায়াত নেতারা নাশকতার সৃষ্টির জন্য বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা বদর উদ্দীন মন্ডলকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পরিত্যক্ত ভবন থেকে ৬টি বোমা ও ৯টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত