আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় সরকারি বেসরকারি সকল সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় পৌর শহরে।
অন্যদিকে বারহাট্টা নারী প্রগতি সংঘের উদ্যোগে নিজস্ব কার্যালয় থেকে ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙ্গে নতুন দৃশ্য’ এই স্লোগানে বারহাট্টা উপজেলায় র্যালি অনুষ্ঠিত হয়। সেই সাথে অর্ধশত রিক্সা র্যালিতে অংশ নেয় নারীরা। জেলা প্রশাসন আয়োজিত নেত্রকোনা পৌর শহরের র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, এডিসি মো. খালিদ হোসাইন ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসি বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৮/হিমেল