চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম তাজকির-উজ-জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিন মিয়া, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৮/হিমেল