আলোচনা সভা, র্যালি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে ৪৭ তম সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে সমবায় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও সেরা সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা মীর্জা কামাল উদ্দিনের সভাপতিত্বে ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম সফিউল আযম, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ।
এসময় পরিদর্শক মাহবুবুল হক মন্টু ও রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন খুদিরাম হালদার, জন পি বিশ্বাস, আব্দুল মজিদ প্রমূখ। এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল পতাকা উত্তোলন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন