নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মহম্মদ মহিউদ্দিন ও এলাকাবাসী জানান, উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ও বিপরীতমুখি একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও চালকের পাশে বসা একজনসহ দুইজন নিহত হয়। এসময় আহত হয় কলেজ শিক্ষার্থীসহ আরো অন্তত ৩০ জন।
খবর পেয়ে পুলিশ ,ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার