সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোনা উল্লাহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্ত সোনা উল্লাহ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বালাবাড়ি গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৮ মার্চ রাতে শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুন পাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মর্জিনা খাতুন রাতের খাবার খেয়ে তার শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে পাশ্ববর্তী বেলকুচি উপজেলার সোনাউল্লাহ তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মর্জিনা খাতুনকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় মর্জিনা খাতুন বাদী হয়ে সোনাউল্লাহকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় প্রদান করে আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার