নেত্রকোনা জেলা সদরের চল্লিশা ইউনিয়নের সনোরা গ্রামে হাঁসের খামারে পাতা ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। রবিবার সকালে সনোরা এলাকার হাঁসের খামারি রতন মুন্সীর খামারের ফাঁদে আটকা পড়ে বাঘটি। বাঘ আটকের খবরে পুরো গ্রামের মানুষ এসে রতন মুন্সীর বাড়িতে ভীড় জমান।
গত ছয় মাস ধরে একের পর এক হাঁস-মুরগী নিখোঁজ হতে থাকে গ্রামটিতে। এরপর খামারিদের অনুসন্ধানের প্রেক্ষিতে খাঁচা দিয়ে ফাঁদ পেতে আটক করে বাঘটিকে। খবর পেয়ে বাঘটি উদ্ধার করে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান জানান, গত মাস ছয়েক ধরে রতন মুন্সীসহ অনেক খামারির হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিলো। বিষয়টি অনুসন্ধান করে দেখা যায় খামারের আশপাশ এবং জঙ্গলে হাঁস-মুরগির লোমসহ হাড়গুর পরে থাকে। এরপরই লোহার একটি খাঁচা তৈরি করে খামারিরা। পরবর্তীতে রবিবার সকালে পাতা ফাঁদে আটকা পড়ে মেছো বাঘটি।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাঘটিকে বন কর্তকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন