টাঙ্গাইল জেলা কারাগারে মাদকসেবী এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল নয়টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হাজতির নাম মো. সোহেল (৩৫)। তিনি কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের মো. খাদেম তালুকদারের ছেলে।
টাঙ্গাইল কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, ভূঞাপুর থানা পুলিশ গত ১৫ নভেম্বর সোহেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আজ রবিবার সকালে হঠাৎ করে সোহেল কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে। পরে তাৎক্ষণিক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চেকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া নয়টায় তার মৃত্যু হয়। সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার