‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আজ রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর সভা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে পতাকা উত্তোলন করা হয়। পরে ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সমবায়ীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম