‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ স্লোগান নিয়ে ৪৭তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বরিশাল সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোশারেফ হোসেন।
বরিশাল সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি তারিক-বিন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আযাদ, বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন নিবন্ধক মো. নুরুজ্জামান এবং বরিশাল জেলা সমবায় অফিসার মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার