বরিশালে ৩ শতাধিক মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতাসহ তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, মুলাদী উপজেলার চিলমারী গ্রামের শাহ আলম ওরফে আব্দুর রবের ছেলে সাইফুল ইসলাম বাদশা (৩৫) এবং গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকার মোস্তফা জামান সরদারের ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা মো. সজল সরদার (৩৩)।
আটক বাদশা বরিশাল এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহযোগিতা করতো নলচিড়ার ছাত্রলীগ নেতা সজল সরদার। বাদশার বিরুদ্ধে ধর্ষণের একটি এবং চুরির অভিযোগে ৩০ টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।
অভিযান পরিচালনাকারী কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন মাহি জানান, গত ২৩ অক্টোবর বরিশাল নগরীর বেলতলা থেকে বেল্লাল নামে এক ব্যক্তির বাসার সামনে থেকে দিন-দুপুরে একটি পালচার মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে সনাক্ত করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক বেল্লাল হোসেন। দীর্ঘ এক মাস তদন্ত শেষে শনিবার রাতে নগরীর নতুন বাজার এলাকা থেকে মোটর সাইকেল চোর চক্রের হোতা সাইফুল ইসলাম বাদশাকে আটক করে পুলিশ।
পরে আটক বাদশা পুলিশকে জানায়, বেলতলা থেকে চুরি করা মোটরসাইকেলটি গৌরনদীর মো. সজল সরদারের কাছে বিক্রি করেছেন এবং সজল বরিশাল নগরীতেই অবস্থান করছেন। তার দেয়া তথ্য অনুযায়ী ওই রাতেই নগরীর জিয়া সড়ক এলাকা থেকে সজল সরদারকে চোরাই একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ।
আটককৃতদের মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন