বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিডিবির কর্মচারী লিটন শেখ (৪২) নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে মোংলা- মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সাধের বটতলা মোড়ে কাঠ বোঝাই নছিমুনের পিছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় জব্বার শেখ নামের অপর একজন কর্মচারী গুরুত্বর আহত হয়েছেন। নিহত লিটন শেখ খুলনার শেখ পাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. খালিদ হাসান জানান, গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার বিদ্যুৎ বিভাগের দুই কর্মচারী একটি মোটরসাইকেল যোগে খুলনায় আসছিল। এসময় তারা সাধের বটতলা মোড়ে আসলে দাড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই নছিমুনের পিছনে প্রচন্ড জোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই লিটন শেখ মারা যায়। এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় অপর কর্মচারী জব্বারকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার