খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়ার প্রাইভেট গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের ছুড়ে মারা ইটের আঘাতে মো. বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন সভাপতি ওবাইদুল হক (আবাদ) ও গাড়িচালক মোহন মিয়া আহত হন। সোমবার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী নেতারা এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-কে দায়ী করেছে।
ঘটনার পর পর পানছড়ির প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখে যুবলীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক ও আওয়ামী লীগ নেতা মো. নাছির।
আওয়ামী লীগ নেতারা জানান, সোমবার দুপুরের দিকে লোগাং থেকে ফেরার সময় বড় কলক এলাকায় পৌঁছা মাত্রই সন্ত্রাসীরা এ হামলা চালায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম