রাঙামাটির কাউখালীতে বিস্ফোরক মামলার আসামিসহ দুই উপজাতি যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন-মেনশন চাকমা (২৫) ও সমরেশ চাকমা (২৮)। সোমবার দুপুরে কাউখালী উপজেলার কচুখালী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী বলে স্বীকার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার কচুখালী পাড়া রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ দল অভিযানে নামে। এসময় ওই এলাকার একটি বাড়ি থেকে ২০১৮ সালের বিস্ফোরক আইনে মামলার আসামী সমরেশ চাকমা ও মেনশন চাকমাকে গ্রেফতার করে। এসময় তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাউখালী থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
রাঙামাটি কাউখালী উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুইজন ইউপিডিএফের চাঁদা সংগ্রহকারী কর্মী। তবে সমরেশের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার