পঞ্চগড়ে নিয়োগ দাতা ও উদ্যোক্তাদের সাথে সংযোগ স্থাপন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) জোরদারকরণের লক্ষ্যে মঙ্গলবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্কিলস ফর এম্প্লয়মেন্ট অ্যান্ড প্রডাক্টিভিটি (বি-সেভ) প্রকল্পের আওতায় পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দিনব্যাপি এই কর্মশালার আয়োজন করে।
অধ্যক্ষ্য মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আব্দুল আজিজ।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) আব্দুল মান্নান। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী মেহেদী হাসান খান বাবলা, রেজাউল করিম রেজা।
কর্মশালায় পঞ্চগড়ের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করে ।
বিডি প্রতিনিধি/ফারজানা