হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি, হিমেল হাওয়ায় দিনাজপুরের মানুষ শীতে আক্রান্ত হয়ে পড়েছে। অপরদিকে, অসময়ের বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের ইটভাটাগুলো। অসময়ের এ বৃষ্টিপাতে এই অঞ্চলের ইটভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে।
শুক্রবার শেষ বিকেলে শুরু হয় এই বৃষ্টি। তারপর থেমে থেমে শনিবার দুপুর পর্যন্ত চলমান ছিল। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও খানেক পর আকাশ আবার মেঘলায় রূপ নেয় এবং বৃষ্টি নামে। ইট ভাটার শ্রমিক হামিদুল ইসলাম জানান, হঠাৎ বৃষ্টিতে তৈরীকৃত কাঁচা ইট গলে যাওয়ার আপাতত কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকায় শ্রমিকরা পড়েছে বেকায়দায়।
জানা যায়, হঠাৎ করে শুক্রবার রাত থেকে শুরু হওয়া শনিবারেও চলমান বৃষ্টিপাতে শুকাতে দেওয়া ওইসব ইটগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে পুনরায় সেগুলোকে মাঠ থেকে তুলে জমা করতে হবে। পরে মাঠ পুরোপুরি শুকিয়ে পুনরায় ইট তৈরী করতে হবে। এতে লাগবে বাড়তি শ্রমিক খরচ। ইটগুলো তৈরি, ভিজে যাওয়ায় মাঠ থেকে অপসারণ ও নতুন করে ইট তৈরীর কারণে লাখ লাখ টাকার ক্ষতি হবে মালিকদের।
জেলার বীরগঞ্জ উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি ইয়াকুব আলী বাবুল জানান, উপজেলায় ৩৩টি ইট ভাটা রয়েছে। হঠাৎ বৃষ্টিপাতের কারনে প্রতি ভাটা আনুমানিক ১৫-২০ লক্ষ কাচা ইট ক্ষতিগ্রস্থ হয়েছে। আর অন্যান্য ক্ষতি তো আছেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর