নাটোরের শহরতলীর দত্তপাড়া এলাকায় বড়হরিশপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান আলী(২৪)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাসান দত্তপাড়া এলাকার মংলার খাঁর ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে হাসান দত্তপাড়া বাজারে একটা চায়ের দোকানে আসা মাত্র ৩ /৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবণতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহম্মেদ জানান, হাসান আলীকে হত্যার ঘটনা শুনেছি। আইনশৃঙ্খলা রক্ষার্থে দত্তপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন