কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে আরিফ ও আমির খান নামের দু'গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দু'গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৮ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন।
গুলিবিদ্ধরা হলেন, মো. তৈয়বের ছেলে মো. শাহজাহান, আবদুস সোবহানের ছেলে নাজমুল, ফজল করিমের ছেলে মো. সাকিব, সব্বির আহমদের ছেলে মো. জাহেদ, নুরুল হকের ছেলে মো. নাহিদ, আমান উল্লাহর ছেলে মাসুদ উল্লাহ বাহাদুর, মোতালেবের ছেলে মো. তুহিন, মো: লতিফ, দিদার ও শাহিন। এছাড়াও আরও ৫ জন আহত হয়েছে। তারা সবাই দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন