বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার দেশের উন্নয়নে কাজ করেনি। দেশের সকল ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, শিল্প বাণিজ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে অভুতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন, সমুদ্রসীমায় বিজয় অর্জিত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ধান, মাছ, আলুসহ শাকসবজি উৎপাদনে ব্যপক সফলতা অর্জিত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষকলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া শহরের সাতমাথায় জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইমারত আলী, টিএম মুসা পেস্তা, রাগেবুল আহসান রিপু, তবিবর রহমান তবি, মুনসুর রহমান মুন্নু, আসাদুর রহমান দুলু, আজমল হোসেন, খাজিদা খাতুন শেফালী, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাশরাফি হিরো, সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু’র সঞ্চালনায় এ সময় জেলা কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৯/মাহবুব