ফরিপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী রাস্তা থেকে গতকাল শুক্রবার বোয়ালমারী থানা পুলিশ ২০০ (দুই শত) পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তেলজুড়ী বাজার সংলগ্ন রাস্তা থেকে কলারন গ্রামের হাবিব মোল্যা (২৫), সজিব কুমার দে (২৮), এবং ছোলনা গ্রামের মোঃ ওমর শেখ(৩০)-কে ২০০ (দুই শত) পিস ইয়াবা এবং একটি ব্লু রঙ্গের ১০০ সিসি পুরাতন প্লাটিনা মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম শামিম হাসান জানান তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ সারনীর ক্রমিক নং-০৯(ক)/২৬/৪১ ধারায় মামলা করা হয়। উল্লেখিত আসামিদেরকে শনিবার ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর