২০ এপ্রিল, ২০১৯ ১৮:১০

নাটোরের হত্যা মামলার পলাতক আসামি টাঙ্গাইল থেকে গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের হত্যা মামলার পলাতক আসামি টাঙ্গাইল থেকে গ্রেফতার

নাটোরের গুরুদাসপুরের দিনমজুর আরিফ হোসেন হত্যা মামলার পলাতক আসামি আলতাফ হোসেনকে (৩০) টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে দুপুরে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আলতাফ হোসেন উপজেলা মশিন্দা পশ্চিম চরপাড়া গ্রামের কালাম হোসেন প্রামানিকের ছেলে। 

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, জমিজমা নিয়ে নিয়ে পূর্ব বিরোধের জেরে গত বছরের ১ মার্চ রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা পশ্চিম চরপাড়া গ্রামের আরিফ হোসেনকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহত আরিফের মা নাজমা বেগম বাদী হয়ে আলতাফ হোসেনকে প্রধান অভিযুক্ত করে ৬ জনের নামসহ আরও অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, মামলা দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। দীর্ঘ একবছর পর গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার চর এলাকায় অভিযান চালিয়ে সেখানকার একটি কুড়ে ঘর থেকে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর