২০ এপ্রিল, ২০১৯ ২০:৩৯

টেকনাফে পৃথক অভিযানে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে পৃথক অভিযানে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একটি পরিবহন বাসের চালককে আটক করা হয়। পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১ টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ (পিপিএম) এক্স,বিএন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরইতলীতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে টেকনাফ হতে চট্টগ্রামগামী একটি পরিবহন বাস তল্লাশী করে। উক্ত বাসের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫০০ পিস ইয়াবাসহ গাড়ির চালক সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার ছেলে মোহাম্মদ ফরিদ (৪২) কে আটক করতে সক্ষম হয়। 

ইয়াবা পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করে তার কাছ থেকে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়। ইয়াবাসহ আটক ও পলাতক চকরিয়া হরিয়া ঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল খালেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত বাসসহ  থানায় হস্তান্তর করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর