সিরাজগঞ্জে দুই গ্রুপ মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে নুরুল ইসলাম মোহন (৫৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে চর রায়পুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মোহন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত হায়াত আলীর ছেলে।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান,সোমবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর ষ্টেশন এলাকায় দুই গ্রুপ মাদক কারবারি নিজেদের মধ্যে মাদক ও টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল টিম ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবৃদ্ধ অবস্থায় এক মাদক কারবারি মোহনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ আরো জানান,তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ১০ টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর