কিশোরগঞ্জের ইটনায় ২ পক্ষের সংঘর্ষের একদিন পর আহত এক গৃহবধূ সিলেটের একটি হাসপাতালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম নূরুন্নাহার (৩২)। তিনি ইটনা উপজেলার গজারিয়া গ্রামের ফাইজুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নূরুন্নাহারের ছেলে হাওর থেকে ট্রলিতে করে ধান নেওয়ার সময় ট্রলিটি এক ব্যক্তির গোবরের চটার ওপর উঠে যায়। এ নিয়ে দুই পক্ষের মাঝে তর্কবিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয়।
উভয়পক্ষ দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নূরুন্নাহার গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর