লক্ষ্মীপুরে সেই তরুণী শাহেনুর হত্যা মামলার প্রধান আসামি সালাহ উদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার বিকালে লক্ষ্মীপুরের রামগতির বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে শাহেনুর হত্যা মামলায় গ্রেফতার হয়েছে ৫ জন।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসেকিউটর পিপি জসীম উদ্দিন।
জানা যায়, স্ত্রীর মর্যাদা চাইলে কেরোসিনের আগুনে পুড়িয়ে শাহেনুরকে হত্যার চেষ্টা করে তার দাবী করা স্বামী কমলনগরের চরফলকন নিবাসী সালাহ উদ্দিন। পরদিন সোমবার (২২ এপ্রিল) সকালে অগ্নিদগ্ধ শাহেনুর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা জাফর উদ্দিন বাদী হয়ে সালাহ উদ্দিনকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ এজাহার নামীয় ৫জনকে গ্রেফতার করে।
মঙ্গলবার পুলিশ সালাউদ্দিনের ৭ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড দেয় আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার