ধানের ওজনে অনিয়ম, সরকারি রেট অনুযায়ী সরাসরি কৃষকদের নিকট ধান ক্রয়সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে কৃষক সমিতি দিনাজপুর শাখা।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি বদিউজ্জামান বাদল ও সাধানর সম্পাদক দয়ারাম রায় স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর প্রেরিত স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর বাংলাদেশের খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত একটি জেলা। অথচ এই জেলাটি এদেশের দ্বিতীয় দরিদ্রতম জেলা। ফসলের লাভজনক দাম না পাওয়ায় দিনাজপুরের কৃষকদের অবস্থা খুবই সংকটাপন্ন। কৃষকদের এই সংকট থেকে মুক্ত করতে তথা কৃষকের অস্থিত্ব রক্ষার্থে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
মানববন্ধন ও স্বারকলিপি প্রদানকালে কেন্দ্রীয় কৃষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, কৃষক সমিতি দিনাজপুর কমিটির সভাপতি বদিউজ্জামান বাদল ও সাধানর সম্পাদক দয়ারাম রায়, দিনাজপুর টিইউসি সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী, কৃষক নেতা আবুল কালাম আজাদ, ইকবাল হাসান সিদ্দিকী, আশিষ সরকার মুন্না, যুব নেতা অমৃত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার