'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়েছে। ২৩-২৯ এপ্রিল জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়।
মঙ্গলবার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা-পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে সপ্তাহ ব্যাপী এ পুষ্টি সপ্তাহ কর্মসূচি সমাপ্ত হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন, সুসজ্জিত পুষ্টি গাড়ি, মাতৃপুষ্টি বিষয়ে কাউন্সিলিং, কৃষকদের নিয়ে মৌসুম অনুযায়ী ফলমূল ও শাকসব্জী উৎপাদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি মেলা ইত্যাদি।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইউনাইটেড পারপাস, হেলভেটাস বাংলাদেশ, গেইন ও আইডিএফ (কনসোর্টিয়াম) এর মাধ্যমে বাস্তবায়িত 'লিন' প্রকল্প উক্ত পুষ্টি সপ্তাহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং বিষয়টি সকলের নিকট পৌঁছানোর জন্য পুষ্টি সপ্তাহ পালনকালে বিভিন্ন কর্মকাণ্ড আয়োজনে সহায়তা ও আয়োজন করে। পরিশেষে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি হয়।
সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মো. আবুল হাশেম ও ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মাহবুব আলম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম