ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শাহমাদার হাইস্কুল মাঠে কাচিয়া ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জহুরুল ইসলাম নকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. মোকতার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, মাওলামা মীর বেলায়েত হোসেন, অধ্যক্ষ মাকসুদুর রহমান, প্রধান শিক্ষক আমির হোসেন, ভোলা থানার ওসি মো. ছগির মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. টিপু সুলতান, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক হাসিব রহমান, ভ্রামমাণ পাঠক ফোরামের আহ্বায়ক কলেজ শিক্ষক জুন্নু রায়হানসহ গ্রাম পর্যায়ের বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
এসময় পুলিশ সুপার বলেন, ভোলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে গ্রাম পর্যায়ে এমনকি পাড়া মহল্লায়ও এ ধরনের সমাবেশের আয়োজন করে মানুষকে সচেতন করে তোলা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন