কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় অভিযান চালিয়ে একটি অস্ত্র ও ইয়াবাসহ অর্ধডজন মামলার পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, তিনটি কার্তুজ ও ১হাজার ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আব্দুর রহিম বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার নুর আহাম্মদের ছেলে।
টেকনাফ মডেল থানা পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নোয়াখালী পাড়ায় একদল ইয়াবা ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত সংবাদে অভিযান গেলে ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, ৩টি কার্তুজ,ও ১ হাজার ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় মাদক, বন মামলাসহ সাতটি মামলা রয়েছে। গ্রেফতার আব্দুর রহিমকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন