দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মঙ্গলবার জীববিজ্ঞান প্রথম পত্রের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র প্রদানের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগে ৭ জনকে প্রত্যাহার করা হয়েছে। ভুলবশত বিলি হওয়া প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। আগামী ২রা মে জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা স্থগিত করে তা আগামী ১৩ মে নেওয়া হবে বলে জানিয়েছে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
এ ঘটনায় খানসামা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারী কলেজ পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথম পত্রসহ আরও তিনটি বিষয়ে পরীক্ষা শুরু হয়। এ সময় জীববিজ্ঞান প্রথম পত্রের নৈর্ব্যক্তিকের বদলে দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিকের প্রশ্নের খাম খোলা ও বিলি করা হয়। মুহূর্তের মধ্যে প্রশ্নপত্রের সেটি পরীক্ষার্থীদের নজরে এলে পুনরায় জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু করা হয়।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব- উল ইসলাম সাংবাদিকদের জানান, মুঠোফোনে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা উপাধাক্ষ্য উমাপদ অধিকারী ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম এবং ভুল প্রশ্ন বিলি করা দুটি কক্ষের ৪জন কক্ষ পরিদর্শকসহ ৭জনকে প্রত্যাহার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা উমাপদ অধিকারীকে প্রত্যাহার করে অত্র কলেজের রসায়নের প্রভাষক মহিউদ্দিনকে নতুন করে দায়িত্ব দেন। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলামের পরিবর্তে উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানাকে দায়িত্ব দেওয়া হয়।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ৭জনকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনা তদন্তে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন