নিষেধাজ্ঞার পর দেশের ৬টি অভয়াশ্রমে আজ থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। ইলিশের প্রজনন মৌসুমের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ ছিল।
মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা চলা সময়ে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ চাল দেওয়া হয়েছিল। ভোলা জেলার নিবন্ধিত ৫২ হাজার জেলেপরিবারে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সোমবার রাতেই নদীতে নৌকা ভাসান জেলেরা। তাদের আশা, ইলিশ ধরা পড়লে ঋণ ও দেনা করে চালানো সংসারে আবারো ফিরবে স্বচ্ছলতা।
তবে ৩০ শে জুন পর্যন্ত জাটকা ধরা পড়ে এমন জালে মাছ শিকারে এখনো বহাল রয়েছে নিষেধাজ্ঞা। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ নিষেধাজ্ঞা দেয় সরকার।
বিডি প্রতিদিন/ফারজানা