রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু'জন হলেন, উপজেলার সাতকুন্ডি গ্রামের এরশাদ মোড়লের ছেলে কামাল হোসেন (৪৪) ও দিয়াড়মানিক চক গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)। এদের মধ্যে কামালকে উপজেলার উজানপাড়া এবং সাইফুলকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেএমবির এই দুই সক্রিয় ক্যাডারের কাছ থেকে তিনটি জিহাদী বই, একটি হ্যান্ডনোট বই, দুটি লিফলেট, একটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ