নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বেলা ১১টায় বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
আলীপুর গোরস্তান মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্ল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি যুবায়ের জাকির, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো.নাসির, জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ প্রমূখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ