শরীয়তপুর সদর উপজেলার ৪১নং চরযাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন দুদক ফরিদপুর টিম। মঙ্গলবার বিকালে দুদক টিম বিদ্যালয়টি পরিদর্শন করেন।
ফরিদপুরের দুর্ণীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক শাহরিয়ার জামিল, আবু সাইদ, সহকারী পরিদর্শক মো. সায়েদুর রহমান, শরীয়তপুর জেলা দুর্ণীতি পরিষদ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আবু সাইদ বলেন, শরীয়তপুর সদর উপজেলার ৪১নং চরযাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে ফাটল, মেঝের পলেস্তারা উঠে যাওয়া, ভিম নষ্ট হয়ে যাওয়ার সংবাদটি পত্রিকায় দেখতে পান দুদক প্রধান কার্যায়ের কর্মকর্তারা। পরে দুদক প্রধান কার্যালয় থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়া হয়। সেই কমিটি আজ (মঙ্গলবার) স্কুল পরিদর্শন করেছে এবং স্কুলের ছবি তুলে নিয়েছে। স্কুলের বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীর সাথে আলোচনা করে তার কাছ থেকে তথ্য নেয়া হয়েছে। তথ্যগুলো প্রতিবেদন আকারে দুদক প্রধান কার্যালয় পাঠানো হবে।
তিনি বলেন, বিদ্যালয়ের কাজে ঠিকাদার ব্যাপক অনিয়ম করেছে বলেই নতুন ভবনে ফাটল, মেঝের পলেস্তারা উঠে যাওয়া, দেয়ালে ফাটল ধরেছে।
এর আগে গত সোমবার স্কুলটি পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া। পরিদর্শন শেষে তারা আশ্বাস দিয়েছেন কাজটিতে ঠিকাদারের গাফলতি ছিল। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা। নতুন ভবনটি এলজিইডিকে এখনও বুঝিয়ে দেয়নি। তারপরে পরিদর্শনে আসল দুদক।
প্রসঙ্গত, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৪১নং চরযাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় পাঞ্জু শিকদার ১৯২৩ সালে প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। টিনশেড মূল ভবনের পাশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় ২০১৭ সালে এলজিইডি বিভাগ ৭৩ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। চারতলা ভবনটির একতলার নির্মাণকাজ শেষ হয় ২০১৮ সালে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল কর্তৃপক্ষকে চার কক্ষের ভবনটি বুঝিয়ে দেয় ঠিকাদার। এরপর থেকেই ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ