‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এই স্লোগানে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কালেক্টোরিয়েট চত্ত্বর থেকে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন, মালিক ও শ্রমিক সমিতি, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ শিল্পী সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এই র্যালিতে অংশগ্রহণ করে।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ