দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা শহরের মোক্তাপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে মুক্তমনা মঞ্চে জেলা প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করে। পরে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও জাতীয় শ্রমিকলীগ নেতা আশরাফ আলী সরকার।
এর আগে নির্মাণ শ্রমিক, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক কর্মচারী, সড়ক পরিবহন শ্রমিকসহ সকল সংগঠন নিজ নিজ ব্যানারে র্যালি ও মিছিল নিয়ে পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গনে এসে জড়ো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম