'দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য দীঘজীবী হউক' শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম