শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শরীয়তপুরেও মহান মে দিবস পালিত হয়েছে।
পহেলা মে দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক, ট্যাংক, লরী, কাভার্ড ভ্যান এবং পিকাপ-ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন, শরীয়তপুর আন্তঃজেলা অটোবাইক-অটোরিকশা-অটোটেম্পু মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, শরীয়তপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব), জেলা মাইক্রোবাস শ্রমিক কমিটি এবং বাংলাদেশ ফরায়েজী শ্রমিক আন্দোলন তাদের নিজস্ব কার্যালয় থেকে পৃথক র্যালি বের করে। পরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
পরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর বাসস্ট্যান্ড চত্বর দিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক চৌকিদার, সহ-সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলী আজ্জম মাদবর, সাবেক সাধারণ সম্পাদক এলিম পাহাড় প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন