বরিশালে খড়ের স্তুপের ভেতর থেকে ককটেল সদৃশ ৫টি বস্তু এবং একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর ১ টার দিকে আগৈলঝাড়া থানা পুলিশ কৃষক শ্যামল বাড়ৈর খড়ের স্তুপের ভেতর থেকে ওই ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।
আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ কৃষক শ্যামল বাড়ৈর খড়ের স্তুপে তল্লাশী চালায়। এ সময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ ৫টি বস্তু এবং একটি ছুরি উদ্ধার করে। পরে পানি ভর্তি বালতির মধ্যে ডুবিয়ে বস্তুগুলোকে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি আরও জানান, এলাকার পরিস্থিতি উত্তপ্ত করতে কেউ ওগুলো সংগ্রহ করছিলো। তবে পুলিশ সদস্যরা আগে ভাগেই খবর পেয়ে সেগুলো উদ্ধার করে। এর সঙ্গে যারাই জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন