নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, শ্রমিক র্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।
সকাল সাড়ে ৯টায় স্থানীয় ইনষ্টিটিউট প্রাঙ্গণ থেকে দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর ও জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপপরিচালক মোহা. আবুল বাশার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ প্রশাসনের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
র্যালী শেষে সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ
শহরে বর্ণাঢ্য শ্রমিক র্যালীির নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। র্যালীতে অংশ নেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন:
মে দিবস উপলক্ষে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম। জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু। সভা শেষে অতিথিবৃন্দ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অসুস্থ শ্রমিকদের চিকিৎসা, শ্রমিকের মেয়ের বিয়ে ও নিহত শ্রমিক পরিবারদের মাঝে এককালীন অনুদানের প্রায় ৩২ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
মে দিবস উপলক্ষে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এর নেতৃত্বে সকল পরিবহন শ্রমিক একটি বর্ণাঢ্য র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. তৈয়ব আলীসহ নির্বাহী কমিটির সকল সদস্য সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শ্রমিকদল
বুধবার সকাল ১১টায় জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মো. মোস্তাকিম ও সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. কামরুজ্জামান, যুবদল নেতা মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. মাহবুব আলম বাবলু, মো. এনামুল হক, দিনাজপুর হোটেল শ্রমিকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সহসভাপতি মো. আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল, কোষাধ্যক্ষ মো. সুলতান সরকারসহ বিএনপি ও জেলা শ্রমিকদলের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সহসভাপতি মো. মোস্তাকিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এদিকে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বড়মাঠ মাইক্রো ষ্ট্যান্ড কমিটি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন দিনাজপুর, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুর শাখা, দিনাজপুর ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ দিনাজপুর শাখা, দিনাজপুর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক ঐক্যজোট, দিনাজপুর সদর উপজেলা সেলুন দোকান শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর সদর উপজেলা দোকান প্রতিষ্ঠান সেলস্ম্যান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শাখা, সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরে পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার